ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে গরুতে ফসল খাওয়ায় মালিথা ও সরদার গ্রুপের সংঘর্ষে নিহত ২-আহত ২২

দৌলতপুরে গরুতে ফসল খাওয়ায় মালিথা ও সরদার গ্রুপের  সংঘর্ষে নিহত ২-আহত ২২

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া বাজারে বুধবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে হাটখোলাপাড়া গ্রামে ফরিদ সরদারের গরু বজলু মালিথার পাট ক্ষেতে যায়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে ঝগড়া হয়। পরে আজ বুধবার বিকেল ৫টার দিকে হাটখোলাপাড়া বাজারে মালিথা ও সরদার বংশের লোকজনের মধ্যে ফের এ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ভ্যালোশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) নিহত হন। সংঘর্ষের ফলে হাটখোলাপাড়া বাজার ঘণ্টাব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়।

নিহত শরিফুল মালিথা  ওরুফে ভ্যালোশ হাটখোলা গ্রামের রহমত মালিথার ছেলে এবং বজলু মালিথা একই এলাকার গেদু মালিথার ছেলে।

মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুজ্জামান বলেন, ‘ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শুনেছি গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে তাঁরা মারা গেছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছে