ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করছেন কামরুজ্জামান

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করছেন কামরুজ্জামান
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। গত ১৩জুন (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। নওগাঁর পুলিশ সুপার পদে নতুন মুখ হিসেবে যোগদান করছেন দিনাজপুর জেলার কৃতি সন্তান মো. কামরুজ্জামান, বিপিএম-সেবা।
তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসসি সম্পন্ন করে ২৫তম বিসিএস-এর মাধ্যমে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। আর বর্তমান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নওগাঁর মানুষের কাছে এক পরিচিত মুখ ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। তিনি পুলিশ সুপার হিসেবে নওগাঁতে মাত্র ৯মাস কর্মরত ছিলেন। তার মতো দক্ষ, বিচক্ষণ ও স্থির মেধার অধিকারী মানুষকে এই নওগাঁতে আরো কিছুদিন খুব প্রয়োজন ছিলো বলে মনে করছেন নওগাঁর সচেতন মহল।