ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ , আজকের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

দৌলতপুরে লুৎফর রহমান কলেজিয়েট স্কুলে ফল উৎসব

দৌলতপুরে লুৎফর রহমান কলেজিয়েট স্কুলে ফল উৎসব
ফরিদ আহমেদঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে অবস্থিত লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের দেশি ও বিদেশী ফল সম্পর্কে পরিচিত ও ফলের পুষ্টিগুন সম্পর্কে ধারনা দিতে ফল উৎসব ২০২৩ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে ফল উৎসবের উদ্বোধন করেন, লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হুমায়ন কবীর জনি। এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ সামসুল আরেফিন সুলভ, মেহফুজ হাসান সুজন, সফিকুল ইসলাম রাজন।

লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হুমায়ন কবীর জনি জানান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষনীয় বিষয় সমুহ উপস্থাপন সহ আনন্দ, বিনোদনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ফলমুল সম্পর্কে সাম্যক ধারনা প্রদানের উদ্দেশ্যে আমরা নিয়মিত ভাবে নানা আয়োজন করে আসছি।

তারই অংশ হিসাবে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শেষে শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে নানা ধরণের ফল পরিবেশন করা হয়।