আলোকিত সমাজের মানুষগুলোকে কাঁদিয়ে চলে গেলেন মংলু রাজ
মোহাম্মদ আককাস আলী :আলোকিত সমাজের মানুষগুলোকে কাঁদিয়ে না ফিরার দেশে চলে গেলেন পাগলা হিসাবে খ্যাত সাদা মনের মানুষ মংলু রাজ। তিনি কখনো মিথ্যের কাছে আপোষ করেননি,জড়িয়ে পড়েননি লোভ লালোসার বেঁড়াজালে। সারাদিন মহাদেবপুরের আনাচে কানাচে ঘুরে বেড়াতেন এই মংলু রাজ। সবার কাছে হাত পাতেননি এই সাদা মনের মানুষটি। যাদেরকে ভালো লেগেছে তাদের কাছে আবদার করতেন “এই” দশ টাকা দে কিচরি খামু। অপরিচিত কোন ব্যাক্তি টাকা দিলে তিনি নিতেন না। অদ্ভুত এই মংলু রাজের জীবন চিত্র। মংলু রাজ সত্য কথা সবার মুখের উপর বলতে দ্বিধা বোধ করতেন না। সে যত বড়ই নেতা হোক আর পাতি নেতা হোক। এই সমাজের লোভী মানুষগুলো মংলু রাজকে ফলো করলে হয়তো বা আলোকিত সমাজের সন্ধান করবে। সুদখোর,ঘুষখোর দুর্নীতিবাজরা হয়তো বা সৎ ভাবে জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করবে। আমরা হারিয়ে ফেললাম আলোকিত সমাজের এই সমাজপতিকে। মংলু রাজের বাড়ি নওগাঁ মহাদেবপুর উপজেলার জোয়ানপুর গ্রামের আদিবাসী পাড়ায় । তিনি বৃহস্পতিবার (১৫জুন) রাত ১০টার দিকে ইহজগৎ ত্যাগ করেন।
রাজশাহীর কবি, সাবেক অধ্যাপক রুহুল আমিন প্রামানিক মংলু রাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মংলু রাজ আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছেন। জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী মংলু রাজের মৃত্যুতে শোকাভিভূত। তিনি বলেন, একজন আলোকিত সমাজের সমাজপতিকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি বলেন মংলু রাজ আমাদের গর্ব, আমাদের মহাদেবপুরের অহংকার। এই সাদা মনের মানুষটির আত্মার শান্তি কামনা করছি।