ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: দৌলতপুরে কর্মীসভায় বাচ্চু মোল্লা আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে রাজশাহীতে যাত্রা শুরু করল লাইফ সাইন হাসপাতাল সাংবাদিকদের নিয়ে নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদার মত বিনিময়  নাটোর-১ আসন  বিএনপির চূড়ান্ত মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জনসভায় টিপু।  উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে পত্নীতলা উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী জ্বালাও পোড়াও- এর রাণী পালিয়ে এখন বিদেশে: ডা. জাহিদ হোসেন নাটোর-১ আসনে পটলের মেয়ে টিকিট পাওয়ায় নারী ভোটারদের গণজোয়ারের সৃষ্টি হয়েছে  ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত কুষ্টিয়া-১ আসনে জামায়াতের শক্তিশালী শোডাউন

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী গাড়ি ভেবে টহলরত পুলিশের গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশের উপ-উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক ৩ জন সহ ৫ জনের নাম উল্লেখ সহ আরও ৭/৮ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কৃত দুজন হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৯) ও একই এলাকার চকলমা নিমেরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী বাচ্চা এর ছেলে আজিজার রহমান (৩৮)।

পুলিশ জানায়, গত রবিবার দিবাগত ভোররাত পৌনে ৪ টায় পুলিশের একটি টহলরত গাড়ি উপজেলার ডুগডুগিহাট থেকে ওসমানপুর বাজার এলাকায় আসার সময় ধলিহার খাঁ-পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রীজে পৌঁছালে সঙ্গবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে গাড়ির সামনে আসতেই আটকানো গাড়িটি পুলিশের গাড়ি হওয়ায় ডাকাত দলের সদস্যরা পালানোর জন্য ছোটাছুটি শুরু করে। ডাকাতরা পালানোর চেষ্টাকালে পুলিশ সদস্যরা ২ জন ডাকাতকে আটক করে। অপরদিকে আরও ১০/১২ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের সাথে থাকা ধারালো হাসুয়া, দা, মোটা লাঠি এবং রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য মোটা রশি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা স্বীকার করে যে, ঘোড়াঘাট টু হাকিমপুরগামী চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্য সঙ্ঘবদ্ধ হয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছিল।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আমরা পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের ধরতে টিম গঠন করেছি। আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত: দৌলতপুরে কর্মীসভায় বাচ্চু মোল্লা

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী গাড়ি ভেবে টহলরত পুলিশের গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশের উপ-উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক ৩ জন সহ ৫ জনের নাম উল্লেখ সহ আরও ৭/৮ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কৃত দুজন হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৯) ও একই এলাকার চকলমা নিমেরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী বাচ্চা এর ছেলে আজিজার রহমান (৩৮)।

পুলিশ জানায়, গত রবিবার দিবাগত ভোররাত পৌনে ৪ টায় পুলিশের একটি টহলরত গাড়ি উপজেলার ডুগডুগিহাট থেকে ওসমানপুর বাজার এলাকায় আসার সময় ধলিহার খাঁ-পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রীজে পৌঁছালে সঙ্গবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে গাড়ির সামনে আসতেই আটকানো গাড়িটি পুলিশের গাড়ি হওয়ায় ডাকাত দলের সদস্যরা পালানোর জন্য ছোটাছুটি শুরু করে। ডাকাতরা পালানোর চেষ্টাকালে পুলিশ সদস্যরা ২ জন ডাকাতকে আটক করে। অপরদিকে আরও ১০/১২ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের সাথে থাকা ধারালো হাসুয়া, দা, মোটা লাঠি এবং রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য মোটা রশি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা স্বীকার করে যে, ঘোড়াঘাট টু হাকিমপুরগামী চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্য সঙ্ঘবদ্ধ হয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছিল।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আমরা পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের ধরতে টিম গঠন করেছি। আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।