পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার
মোহাম্মদ আককাস আলী :
মঙ্গলবার(২৮ অক্টোবর) নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ৭ম ধাপের প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান। তাছাড়া, আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্যও সবার প্রতি তিনি আহবান জানান।
এ সময় নওগাঁ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















