দৌলতপুরে মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয় : আলহাজ্ব আলতাফ হোসেন
দৌলতপুর প্রতিনিধি :
“দৌলতপুরের মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয়”— এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আলতাফ হোসেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার আদাবাড়িয়া বাজারে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ জনসভায় আলহাজ্ব আলতাফ হোসেন বলেন,
“৩১ দফা হচ্ছে দেশের পুনর্গঠন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
তিনি আরও বলেন, “দৌলতপুরবাসীর ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। আন্দোলন ও সংগঠনের ধারাবাহিকতায় এবার দৌলতপুরের মনোনয়ন আমাদের হাতের মুঠোয়।”
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, “জুয়েল আমাদের তরুণ নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে দৌলতপুরে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হবে।”
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।