ভেড়ামারায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মহিলা শ্রমিকদের মানববন্ধন
হেলাল মজুমদার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার মহিলা শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা থানার সামনে দৌলতপুর মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর এলাকার সমলেপুর গ্রামের নাহিদ (৫০), ফেরদৌস মণ্ডলের ছেলে, ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৬ অক্টোবর রাত ১০টার দিকে বাহাদুরপুর বাজার সংলগ্ন ‘সুন্দর আগামীকাল ক্লাব’-এর সামনে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি আলমগীরের ওপর লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
আহতের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে যান।
এ ঘটনায় আলমগীর হোসেন ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে স্থানীয় নারী শ্রমিকরা মানববন্ধনে অংশ নিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
অভিযুক্ত নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আলমগীরের কাছে কোনো টাকা দাবি করিনি। বরং তিনিই বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছেন।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”