রাজশাহীতে টেন্ডারকে বিতর্কিত ও ঠিকাদারের সুনাম নষ্ট করতে মিথ্যা অভিযোগ
রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাছ টেন্ডারকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ভিন্নরূপ দেওয়া ও থানায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঠিকাদার। ঐ ঠিকাদারের নাম মোঃ আল মামুন রাব্বুল। সে নগরীর সিপাহীপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম “মেসার্স রোমিন এন্টার প্রাইজ”।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে নগরীর ঘোষপাড়া মোড়স্থ একটি অভিজাত হোটেলে এই সংবাদ সম্মেলনটি করা হয়েছে। এসময় সাংবাদিকদের সামনে ঠিকাদার রাব্বুলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আবু জুবায়েদ মোঃ ওয়ালিউল্লাহ (বাপন)। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার ভাই রাব্বুল দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের সরকারী আধা সরকারী/বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সহিত কাজ করে আসছে এবং প্রতি বছর আয়ের নির্ধারিত অংশ সরকারকে ট্যাক্স-ভ্যাট প্রদান করে থাকে। অথচ আমার ভাই ও ভাইয়ের প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে একটি কুচক্রি মহল তৎপর হয়ে উঠেছে। গত ২৫/০৯/২৫ ইং তারিখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাছের নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হলে গত ০৬/১০/২০২৫ ইং তারিখে রাব্বুল ভাই টেন্ডারে অংশগ্রহণ করে। সেখানে শুধু আমার ভাই নয়, অন্যান্য প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। যেখানে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডারটি সম্পন্ন হয় এবং আমার ভাইয়ের প্রতিষ্ঠান মেসার্স রোমিন এন্টার প্রাইজ সর্বোচ্চ দরদাতা হিসাবে নির্বাচিত হয়। কিন্তু কতিপয় একটি অসাধু চক্র এই টেন্ডারকে বিতর্কিত করতে নানান কারসাজি শুরু করে এবং একজনকে ভুক্তভোগী বানিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে। যেখানে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার কোন ধরনের প্রমান পাইনি। এরপরেও এই টেন্ডার বাতিলের জন্য বহিরাগত ভাড়াটিয়া গুন্ডা সন্ত্রাসী নিয়ে কর্ম কর্তাদের নানা হুমকি দিয়ে থাকে। যাহার যথেষ্ট প্রমান আমাদের নিকট সংরক্ষিত আছে। সেখানে তারা কোন কিছু করতে না পেরে ষড়যন্ত্রমুলকভাবে রাজপাড়া থানায় সেই কথিত ভুক্তভুগী আমার ভাই রাব্বুল সহ আরও ৪ জন উক্ত টেন্ডারের অংশগ্রহণকারীর বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করে। আমি এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই অভিযোগকারীর নাম
মো: রুবেল (৩৫), পিতা -আনিসুর, সাং -বহরমপুর থানা -রাজপাড়া।
সেই সংবাদ সম্মেলন থেকে আরও তথ্য জানানো হয়, গত এক মাস পূর্বে অসাধু এই চক্রটির বিরুদ্ধে টিভি, ইউটিউব সহ বিভিন্ন গনমাধ্যমে ইজারাদারের গাছ চুরি পুকুরের মাছ চুরি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ফুটপাতের ড্রেনের ঢাকনা চুরি সহ আরও অনেক কর্মকান্ডের বিশাল তথ্য প্রকাশ পায়। এই সকল চক্রের মূল উদ্দেশ্য এই সকল টেন্ডারকে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে টেন্ডার বাতিল করে সরকারকে রাজস্ব ফাকি দিয়ে পেশি শক্তি ব্যবহার করে চুরি, ছিনতাই ও লুটপাট করাই তাদের মূখ্য কাজ।
এঘটনায় অভিযোগকারি রুবেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সত্যতা রয়েছে। যেহেতু আমরা টেন্ডারে অংশগ্রহন করতে পারিনি তাই এই টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করার জন্য একটি লিখিত অভিযোগ দিতে গিয়েছি। প্রথমে আমাদের অভিযোগটি গ্রহন করছিল না, পরে তারা গ্রহন করেছে।
এবিষয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার রেজাউল উদ্দিন বনির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, গত কালকের টেন্ডার ঘটনায় একটি পক্ষ টেন্ডার বাতিলের জন্য আবেদন করেছে। এটার সিদ্ধান্ত ভিসি মহোদয় দিবেন। তবে আমরা সম্পুর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডারের কাজ সমাপ্ত করেছি। আপনাদেরকে হুমকি ধামকি দিয়েছে এই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমিও ভিডিওতে সেটাই দেখেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি জানান, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত।