বাবুল সরকারের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন শরিফ উদ্দিন জুয়েল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা বাবুল সরকারের কবর জিয়ারত করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
শুক্রবার জুমার নামাজ শেষে মাদিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বাবুল সরকারের কবর জিয়ারত করেন। এ সময় নিহত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে শরিফ উদ্দিন জুয়েল নিহত বাবুল সরকারের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, বিএনপি নেতা নাজিম উদ্দিন, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজী, তমাল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
জিয়ারত ও দোয়া মাহফিলে শরিফ উদ্দিন জুয়েল বলেন,
“বাবুল সরকার ছিলেন তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মতো সাহসী নেতাকর্মীর আত্মত্যাগ বৃথা যাবে না। বিএনপি তাঁর পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে।