ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
১৭ বাড়ির ১৯ সাঁকো  বোয়ালমারীর সাঁকোর গ্রাম টুংরাইল ৭ দফা দাবি আদায়ে এক ঘণ্টার কর্ম বিরতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ রাজশাহী সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু ভেড়ামারায় নারীদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু  ভেড়ামারায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ  লক্ষীপুরে হেফাজতে ইসলামের জেলা কমিটিরপ রিচিতি সভা অনুষ্ঠিত দৌলতপুরে মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয় : আলহাজ্ব আলতাফ হোসেন বাবুল সরকারের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন শরিফ উদ্দিন জুয়েল

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের এসও (উপসহকারী প্রকৌশলী)  মো. মোরসেদকে রাস্তার কাজে অনিয়ম হওয়ায় গত বৃহস্পতিবার (৯ অক্টোবর)  শোকজ করেছেন উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা। ওই শোকজে উল্লেখ করেছেন পাকা সড়কের কাজে রাস্তার দুই পাশে মাটির অনিয়ম করা এবং তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব চেয়েছেন।

শোকজের বিষয়ে এসও মো. মোরসেদ রবিবার বলেন, শোকজ করেছেন আমি সময় মত জবাব দিব। তবে রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি।

জানা যায়, উপজেলার সুতালিয়া জয়পাশা পৌনে ৫ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই সংস্কারের কাজে এসও হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মোরসেদ। কাজে মোট বরাদ্দ ১ কোটি ২৫ লাখ টাকা ও রাস্তার পাশে মাটির মোট বরাদ্দ ১৮ লাখ টাকা। মাটির কাজ শেষ না হলেও ৭ লাখ টাকার বিল পাস করিয়ে দেন এসও মোরসেদ।

স্থানীয়দের অভিযোগ রাস্তার দুপাশে ঠিকমতো মাটি দেয়া হয়নি। এ সকল অনিয়মের অভিযোগে ওই এলাকার স্থানীয়রা গত অক্টোবর সকালে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, ঠিকাদারের সাথে ভাগাভাগি করে এই রাস্তার কাজ করছে মোরশেদ। যার কারণে রাস্তার দু’পাশে মাটি না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা পূর্ণান্দে সাহা রবিবার বলেন, রাস্তার মাটির কাজে অনিয়মের অভিযোগে রাস্তায় দায়িত্ব থাকা এসও মোরসেদকে গত বৃহস্পতিবার শোকজ করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে মাটির কাজের ৭ লাখ টাকার বিল দেওয়া হয়েছে।

 

Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বাড়ির ১৯ সাঁকো  বোয়ালমারীর সাঁকোর গ্রাম টুংরাইল

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

আপডেট টাইম : ০৪:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের এসও (উপসহকারী প্রকৌশলী)  মো. মোরসেদকে রাস্তার কাজে অনিয়ম হওয়ায় গত বৃহস্পতিবার (৯ অক্টোবর)  শোকজ করেছেন উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা। ওই শোকজে উল্লেখ করেছেন পাকা সড়কের কাজে রাস্তার দুই পাশে মাটির অনিয়ম করা এবং তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব চেয়েছেন।

শোকজের বিষয়ে এসও মো. মোরসেদ রবিবার বলেন, শোকজ করেছেন আমি সময় মত জবাব দিব। তবে রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি।

জানা যায়, উপজেলার সুতালিয়া জয়পাশা পৌনে ৫ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই সংস্কারের কাজে এসও হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মোরসেদ। কাজে মোট বরাদ্দ ১ কোটি ২৫ লাখ টাকা ও রাস্তার পাশে মাটির মোট বরাদ্দ ১৮ লাখ টাকা। মাটির কাজ শেষ না হলেও ৭ লাখ টাকার বিল পাস করিয়ে দেন এসও মোরসেদ।

স্থানীয়দের অভিযোগ রাস্তার দুপাশে ঠিকমতো মাটি দেয়া হয়নি। এ সকল অনিয়মের অভিযোগে ওই এলাকার স্থানীয়রা গত অক্টোবর সকালে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, ঠিকাদারের সাথে ভাগাভাগি করে এই রাস্তার কাজ করছে মোরশেদ। যার কারণে রাস্তার দু’পাশে মাটি না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা পূর্ণান্দে সাহা রবিবার বলেন, রাস্তার মাটির কাজে অনিয়মের অভিযোগে রাস্তায় দায়িত্ব থাকা এসও মোরসেদকে গত বৃহস্পতিবার শোকজ করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে মাটির কাজের ৭ লাখ টাকার বিল দেওয়া হয়েছে।