ভেড়ামারায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারায় চলন্ত টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারার ১৮৯/০ ও ১৯০/০ নম্বর রেল পিলারের মাঝামাঝি উত্তর রেলগেট অতিক্রম করার পরপরই ইঞ্জিনের কম্প্রেসারে আগুন ধরে যায়।
ইঞ্জিনে আগুনের বিষয়টি সঙ্গে সঙ্গে টের পান চালক রইস উদ্দিন। তিনি ইঞ্জিনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। এসময় ইঞ্জিন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হয় এবং ইঞ্জিনটি সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়ে।
ভেড়ামারা স্টেশনের লোকো মাস্টার রাজীব কুমার বিশ্বাস বলেন, আগুনে ইঞ্জিনটি পুরোপুরি অচল হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে নতুন ইঞ্জিন এনে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
ভেড়ামারা ফাইভ স্টেশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষকে জানায়। তবে তার আগেই চালক নিজের সচেতনতা ও দক্ষতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি এবং ট্রেনের অন্যান্য বগিও নিরাপদ রয়েছে।