ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি ঔষধের দোকানে জরিমানা
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি ঔষধের দোকানে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। এবং সতর্ক করে দিয়েছেন।
আমরা জীবন বাঁচাতে ঔষধ এর দোকান থেকে ঔষধ ক্রয় করে খায় সেখানেই ঘাপলা। ভেড়ামারা উপজেলায় ৪টি ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা ও কুষ্টিয়া ঔষধ প্রশাসন । এ সময় ৪টি ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফ্রি শ্যাম্পল ঔষধ রাখার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলায় সাতবাড়িয়া বাস স্ট্যান্ডে মোল্লা ফার্মেসি ১০ হাজার টাকা, মা ফার্মেসী ও চিকিৎসালয় কে ১০ হাজার টাকা,মাস্টার ফার্মেসী কে ৫ হাজার, মধ্যবাজার চৈতন্য মোড়ে লতা ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ঔষধ এর দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ও ফ্রি সেম্পল ঔষধ গুলো পথচারী গরিব অসহায় মানুষদেরকে ফ্রিতে দেওয়া হয।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ রহমত উল্লাহ , ভেড়ামারা থানার এসআই দিবাকর সহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন। এবং ঔষধের দোকানদারদের সতর্ক করে দেন। এ সময় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। চারটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফ্রি সেম্পল ঔষধ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।