কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটে নেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামে একটি বিয়ের বাড়িতে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ঘটে যায় চাঞ্চল্যকর চুরির ঘটনা। গভীর রাতে চোরের দল বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে একে একে ছয়টি কক্ষে হানা দেয় এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।
চুরির শিকার বাড়িটি বাজুডাঙ্গা গ্রামের মৃত তৈজদ্দির ছেলে এবং স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তক্কেল আলীর। কয়েকদিন ধরে চলা বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারটি ক্লান্ত হয়ে গভীর রাতে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে আনুমানিক রাত দুইটার দিকে চোরের দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে।
চুরির সময় বাড়ির ডাইনিং রুমে ঘুমিয়ে থাকা তক্কেল আলীর মেয়ে মিতা খাতুনের গলা থেকে এক ভরির স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় চোররা। এতে তার ঘুম ভেঙে গেলে চোরেরা পালিয়ে যায়। তবে পরিবারের কেউ চোরদের চিনে রাখতে পারেননি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”