দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন কাশেম মালিথা, আব্দুল, ছবির, ও জামরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুলের বাড়ির পাশে রাখা পাটকাঠির গাঁদায় অজ্ঞাত ব্যক্তি আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে প্রথমে আব্দুলের বাড়ি পরে মুহূর্তের মধ্যে কাশেম মালিথা, ছবির ও জামরুলের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে চারটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং একটি গরু ও কয়েকটি ছাগল মারা যায়। এছাড়া কাশেম মালিথার ঘরে থাকা নগদ চার লক্ষ টাকাও আগুনে পুড়ে যায়। এঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মিরপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে কয়েকটি বাড়ি, গবাদি পশু এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।