দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা, স্ত্রী ও সন্তানসহ আহত ৩
দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রবাসীর স্ত্রী, ছেলে ও দুই বছরের শিশুকন্যা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুর ২টার দিকে সৌদি প্রবাসী লিটনের বাড়িতে প্রতিপক্ষ আনোয়ার (৫২), রিপন (২৪)সহ তিনজন সশস্ত্র অবস্থায় হামলা চালায়। এ সময় লিটনের ছেলে নয়ন (১৬) বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হয়। হামলার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পরবর্তীতে নয়নের মা খালেদা খাতুন (৩৪) ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে চুলের মুঠি ধরে টেনে ফেলে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এ সময় হামলাকারীদের লাথিতে তার দুই বছরের শিশুকন্যাও আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন।
আহত খালেদা খাতুন চিকিৎসা শেষে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।