ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির লিফলেট বিতরণ ভেড়ামারায় বিএনপি  ৩১ দফার লিফলেট বিতরণ ভেড়ামারা বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গোদাগাড়ীতে জোরপূর্বক বাড়ী দখলের চেষ্টা ভেড়ামারায় মা সমাবেশ ও ফ্রি ক্লাসের উদ্ধোধন বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা  কলেজ শিক্ষার্থী নিহত কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটে নেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা, স্ত্রী ও সন্তানসহ আহত ৩ দৌলতপুরে শিক্ষক ধর্মঘট, পুলিশ-আমলাদের সন্তানদের পাঠদান না করার ঘোষণা

বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা  কলেজ শিক্ষার্থী নিহত

বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা কলেজ শিক্ষার্থী নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহানুর বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরিফ মোল্যা (২৭) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী শাহানুর ইসলাম বাবু ও আরিফ মোল্যা মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গা হতে ফরিদপুর জেলা শহরে যাচ্ছিল।
নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক সম্মান (অনার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ও আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গার নিজবাড়ি থেকে শাহানুর ইসলাম বাবু তার বন্ধু আরিফ মোল্যকে নিয়ে ফরিদপুর শহরে যাওয়ার পথে বোয়ালমারী উপজেলার কাদিরদি কলেজের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত আরিফ মোল্যা হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর মারা যায়। অল্পের জন্য বেঁচে আমি আছি। সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছি।
নিহত শাহানুর ইসলামের চাচা গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। পথে কাদিরদি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত ও আরেক জন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে কাউকেই পায়নি। দূর্ঘটনার শিকার কলেজ শিক্ষার্থী ফরিদপুর মেডিকেলে মারা গেছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির লিফলেট বিতরণ

বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা  কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট টাইম : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা কলেজ শিক্ষার্থী নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহানুর বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরিফ মোল্যা (২৭) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী শাহানুর ইসলাম বাবু ও আরিফ মোল্যা মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গা হতে ফরিদপুর জেলা শহরে যাচ্ছিল।
নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক সম্মান (অনার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ও আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গার নিজবাড়ি থেকে শাহানুর ইসলাম বাবু তার বন্ধু আরিফ মোল্যকে নিয়ে ফরিদপুর শহরে যাওয়ার পথে বোয়ালমারী উপজেলার কাদিরদি কলেজের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত আরিফ মোল্যা হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
আহত আরিফ বলেন, দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর মারা যায়। অল্পের জন্য বেঁচে আমি আছি। সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছি।
নিহত শাহানুর ইসলামের চাচা গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন, গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা তার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। পথে কাদিরদি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত ও আরেক জন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে কাউকেই পায়নি। দূর্ঘটনার শিকার কলেজ শিক্ষার্থী ফরিদপুর মেডিকেলে মারা গেছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।