দৌলতপুরে শিক্ষক ধর্মঘট, পুলিশ-আমলাদের সন্তানদের পাঠদান না করার ঘোষণা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও বেসরকারি এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গিয়েছেন। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি ও রাজধানীতে শিক্ষক নেতাদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা ক্লাস কার্যক্রম ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে তারা সরকারি আমলা ও পুলিশের সন্তানদের পাঠদান না করার ঘোষণা দেন।
দৌলতপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি।
দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, আমরা আর আশ্বাস চাই না, এবার বাস্তব পদক্ষেপ চাই। শিক্ষক সমাজ বছরের পর বছর অবহেলিত হয়ে আসছে। অধ্যক্ষ সূর্য সরকার, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন, আহাদ আলী নয়ন এবং সহকারী প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ বলেন, রাজধানীতে শিক্ষকদের ওপর পুলিশের হামলা ছিল লজ্জাজনক ও অপমানজনক। এ ঘটনায় আমরা চরমভাবে ক্ষুব্ধ। সরকারের উচিত অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সমাবেশ শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, দৌলতপুরের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের মধ্যেও শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বলে জানা গেছে।