ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে ফাঁস নিয়ে কৃষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ফাঁস নিয়ে কৃষকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষক বাবুল শেখ (৪০) শুক্রবার দিবাগত রাতে গলায় ফাঁস নিয়ে মারা গেছে।পুলিশ খবর পেয়ে রাত তিনটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত কৃষক বাবুল শেখ পৌরসভার ৪নং ওয়ার্ডের সোতাসী গ্রামের বাসিন্দা। তার ১০ বছর ও ৫ বছরের দুইটি মেয়ে রয়েছে। থানা ও এলাকা সূত্রে জানা যায়, শুত্রবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে বাবুল শেখ ঘরের বারান্দার চালের কাঠের রুওর সাথে গামছা দিয়ে গলায় ফাঁস নেয়। পরে তার পরিবারের লোকজন দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাশার বলেন, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার জিডি মূলে লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।