ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নাগরপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

নাগরপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাংগাইলের নাগরপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, নাগরপুর সার্ভিসিং সেলের আয়োজনে সোমবার (১ জুন’২৩) সকালে মো.আব্দুল আলিমের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর(আইপিএল গোলাপ) মো.নুরুল ইসলাম খান। বি.এম জাহাঙ্গীর হোসেন টিপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএম (এইচ.আর.স্টাফ) মো.আসাদুজ্জামান, ডিজিএম মো.শহীদ মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক মো.নুর হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন এজিএম এসদাদুল হক, সুজন মিয়া, ছালমা আক্তার, বিএম শহিদুল ইসলাম, রাজীব সাহা, মো.তারা মিয়া, মাসুম মিয়া প্রমূখ। এ মাসিক উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড নাগরপুরের কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও গ্রাহক বৃন্দ। মাসিক উন্নয়ন সভা শেষে ভাল ব্যবসা করায় মোছা.লিজা আক্তারকে পুরস্কৃত করা হয়।