ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাসিক নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রাসেল জামান – শেষ দিনেও জনতার ঢল

রাসিক নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রাসেল জামান – শেষ দিনেও জনতার ঢল

রাজশাহী ব্যুরো: “আগে হবে নৌকায় ভোট’ তারপর অন্য হোক” এই শ্লোগানকে সামনে রেখে সর্বোচ্চ ভোট প্রত্যশা করে সারাদিন প্রচার প্রচারনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান ও তার সমর্থকরা। সোমবার (১৯ জুন) বিকাল প্রচারণার অংশ হিসেবে ৯ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় গণমিছিল করেছে ওয়ার্ডবাসি। উক্ত মিছিলে ওয়ার্ডের ছোট – বড়, যুবক – বৃদ্ধ, নারী পুরুষের ঢল নামে। মিছিলটিতে থেমে থাকেনি প্রতিবন্ধীরাও। এসময় মিছিলে অংশগ্রহন করা নারী পুরুষরা আনন্দে মাতোয়ারা হয়ে নাচ করেন। তাদের প্রত্যাশা রাসিকের সকল ওয়ার্ডের চেয়ে ৯ ওয়ার্ড সর্বোচ্চ ভোট দিয়ে রাসেলকে বিজয়ী করবে।

তারা বলেন, গত শনিবার আমাদের নিকট প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। তিনি বলেছেন, যে ওয়ার্ড সর্বোচ্চ পারসেন্ট ভোট কাষ্ট দেখাবে, সে ওয়ার্ডের জন্য তার পক্ষ থেকে স্পেশাল উপহার থাকবে। গত সভায় আমদের ওয়ার্ডকে ইতিমধ্যে এক নাম্বার ওয়ার্ড বলেছেন। তাই ২১ জুন এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা দেখিয়ে দিব এই ওয়ার্ড নৌকার ঘাটি, রাসেল জামানের ঘাটি। মিছিল শেষে সকলের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাসেল জামানের বড় ভাই, এফবিসিসিআই এর পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান আওয়াল, কামরুজ্জামান রুবেলসহ কাউন্সিলর প্রার্থী রাসেল জামান। এসময় টিফিন ক্যারিয়ার প্রার্থী রাসেল জামান বলেন, আপনারা কারো দ্বারা প্রলোভিত বা প্রভাবিত হবেন না। রাতের আঁধারে কেউ আপনাদের কাছে সালামি নিয়ে হাজির হতে পারে। এমন দেখলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন, নাহলে আমাদের জানাবেন। একটা কথা মনে রাখবেন, তারা আপনাদেরকে একদিনের জন্য খুশি করবে। কিন্তু আমি আপনাদের জন্য সারাজীবন পাশে থাকবো। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে কিছু পত্রিকাতে অনৈতিক সুবিধা দিয়ে কুৎসা রটানো হচ্ছে। এছাড়াও তিনি সবার আগে নৌকা মার্কায় ভোট তারপর টিফিন ক্যারিয়ারে ভোট দেওযার অনুরোধ করেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন। পরে রাসেল জামানের বড় ভাই শামসুজ্জামান আওয়াল বলেন, একটা কথা মনে রাখবেন, আমরা আপনাদের পাশে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সর্বোচ্চ ভোট প্রত্যাশা করছি। সবার আগে আমাদের প্রিয় নেতা লিটন ভাইয়ের নৌকা প্রতীকে ভোট দিব তারপর রাসেল জামানের টিফিন ক্যারিয়ারে ভোট দিব। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আপনারা লিটন ভাই ও রাসেল জামানকে ভোট দেওয়ার অনুরোধ রইলো। আপনারা কেউ বিভ্রান্ত হবেনা। কারো কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন।