দৌলতপুরে ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুক গ্রেপ্তার
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ৯টি মাদক মামলার পলাতক আসামি ল্যাংড়া ফারুক (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে তার নিজ বাড়ি থেকে ৫১ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মদহ গ্রামের রুস্তম ফকিরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদশিরা জানান মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের নেতৃত্বে এস আই মাসুম বিল্লাহ, এ এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্মদহ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুকের বাড়ি থেকে ৫১ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ধরনের বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন ৫১ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ সীমান্ত এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুককে গ্রেফতার করা হয়েছে। তার নামে ৯টিরও বেশি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা
Print [1]