ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ , আজকের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মিরপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস ২০২০ উপলক্ষে সাফিন স্মৃতি যুব সংস্থার উদ্দোগে এবং কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সার্বিক সহযোগিতায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া পৃর্বপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে আজ রবিবার সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান হাজী আবদুস সালাম। স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

এছাড়া আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান ও অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ক্যান্সারসোসাইটির সহ সভাপতি মোঃ একরামুল হক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রিম্পা খাতুন, প্রচার সম্পাদক মোঃ মিলন আলী সদস্য শাওন,সজীব,রয়েল সমাজ কর্মী সাথী খাতুন সহ অন্যান্যরা।