ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় অন্তঃসত্ত্বা নারী শিশুসহ আহত ৭

বোয়ালমারীতে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় অন্তঃসত্ত্বা নারী শিশুসহ আহত ৭

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অন্তঃসত্ত্বা নারী শিশুসহ ৭ জনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। ঈদ উপলক্ষ্যে আসা স্বজনদের নিয়ে ঘুরতে বের হলে প্রথমে উত্যক্ত করার পর প্রতিবাদ জানালে এ হামলা করা হয়। শুক্রবার (৩০ জুন) বিকেলে উপজেলার ঠাকুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। বখাটেদের হামলায় আহতরা হলেন,উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের নুরুল শেখের ছেলে আরমান শেখ, তার অন্তঃস্বত্তা স্ত্রী আছিয়া বেগম(২০), আরমান শেখ(২২) আমানউল্লাহ(১৫), রোজিনা(৩০) ও সাবিনা(২৫),লিখন(১০)লিমন(৮)। গুরুতর আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়,ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মো. নুরুল শেখের ছেলে আরমান শেখ তার স্ত্রী, শ্যালক ও বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন শুক্রবার বিকেলে। সন্ধ্যার একটু আগে বাড়ি ফেরার পথে ঠাকুরপুর বাজারের নিকট এলে ঠাকুরপুর গ্রামের মো. চুন্নু শেখের দুইছেলে মুস্তাফিজুর শেখ ও মাসুম শেখ, অমৃতনগর গ্রামের আক্কাস আলীর ছেলে সামচু, নয়ন ও আমগ্রাম বিশ্বাসপাড়ার মো. ফারুকের ছেলে সাকিব তাদের আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করে। আরমান শেখ এর প্রতিবাদ করলে ইট দিয়ে মেরে তার মাথা থেতলে দেয় বখাটেরা। এসময় আরমানের শ্যালক আমানউল্লাহ এগিয়ে এলে তাদের লাঠিসোটা দিয়ে পেটানো হয়। এ সময় আরমানের অন্ত:স্বত্ত্বা স্ত্রী আছিয়া বেগম এবং দুই বোন রোজিনা ও সাবিনা এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে হামলাকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বখাটেরা। এ ব্যাপারে রাতেই বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত আরমান শেখের বাবা মো. নুরুল শেখ। এ ব্যাপারে অভিযুক্ত মুস্তাফিজুর শেখ ও মাসুম শেখের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের মো. নুরুল শেখ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখন মামলা হয়নি। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ অতসী বিশ্বাস বলেন, আহতদের ভর্তির পর চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও একজন অন্তঃসত্ত্বা নারী ভর্তি রয়েছেন। তার পরীক্ষা করা হয়েছে সন্তান ভালো আছে। এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সরোয়ারের হোসেন বলেন, অভিযোগ তদন্ত করতেছি, মামলা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্তসত্ত্বা নারীসহ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল ওহাব বলেন, এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো থানায় কোন মামলা হয়নি। ঘটনা তদন্ত করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।