ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা গ্রেপ্তার ২

বোয়ালমারীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা গ্রেপ্তার ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে শেখর ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার তৈয়বুর রহমান বাদি হয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৬ (১) ধারায় মামলাটি করেন। মামলার পর পুলিশ এজাহার নামীয় শেখর গ্রামের শহিদুল শরীফ (৩৮) ও তার ভাই এরশাদ শরীফকে (৩৫) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরণ করেন। মামলা নম্বর ৩।

মামলার অন্যান্য আসামিরা হলো, শেখর গ্রামের তিলাপ শেখ (৪৪), রিপন শেখ (৩০), জামাল শেখ (৪২), আজিজার শরীফ (৪০), হাবিব শেখ (৩৬) ও ড্রেজার মালিক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জিকেবাড়ি গ্রামের নির্মল বিশ্বাস (৩৮)। এজাহার সূত্রে জানা যায়, শেখর গ্রামে ব্যক্তিমালিকানা পুকুর থেকে আসামিরা বালু উত্তোলন করছিল। তহসীলদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বালু উত্তোলন করতে নিষেধ করার পর তারা নিষেধ অমান্য করে বালু উত্তোলন করছিল।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।