ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩ , আজকের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

ভেড়ামারায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ডা. নূরুল আমিন

ভেড়ামারায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ডা. নূরুল আমিন

হেলাল মজুমদারঃ শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচাই প্রাণ। এই স্লোগান কে সামনে রেখে ৫/৭/২৩ রোজ বুধবার সকাল থেকে ভেড়ামারা উপজেলা বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সার্বিক পরিদর্শন করেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদানে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা মানুষের গোড়াই পৌঁছে দেওয়ার জন্য এই কমিউনিটি ক্লিনিকের ডাক্তাররা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন বলেন, ৬ হাজার জনগণের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক। কিন্তু ধরমপুর ইউনিয়ন পরিষদে ৫০ হাজার মানুষের জন্য ৪ টা কমিউনিটি ক্লিনিক আছে।সেখানে একটু সমস্যা হচ্ছে তবে আমি উপরে কথা বলেছি সেখানে আরো ৪ টা কমিউনিটি ক্লিনিক দেওয়া হবে বলে তিনি জানান। এ ছাড়াও তিনি কমিউনিটি ক্লিনিকের ডাক্তারদের উপস্থিতির রেজিষ্টার চেক করেন। রোগীর সেবা প্রাপ্তির রেজিস্টার চেক করেন। ও প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সেবা প্রদানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন।