সালথায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় গলায় রশি পেঁচিয়ে আফজাল মোল্যা লাখু (৬৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে । শুক্রবার (৭ জুলাই) সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নিহত আফজাল মোল্লা ওই গ্রামের মৃত সমুজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ছেলে কাইয়ূম মোল্যা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া সে স্থানীয় ইউসুফদিয়া মোল্যাবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সে পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। সে কারো সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে তিনি ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের নাজিম মাতুব্বরের পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাচার উপর আম গাছের ডালের সাথে গলায় লাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের দু-তিনদিন পর পর বাড়িতে ফিরে আসতেন। স্থানীয়রা সকালে আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসে।
এব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান থানা পুলিশের এ ওসি।