ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দেলদুয়ারে আ’লীগের জনসভায় যুবলীগের হামলা

দেলদুয়ারে আ’লীগের জনসভায় যুবলীগের হামলা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ারে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা তারেক শামস্ খান হিমুর জনসভায় হামলা চালিয়েছে এলাসিন ইউনিয়ন যুবলীগ সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যের কর্মী আনিসুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী মুন্সিপাড়া গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে ইদ পুর্নমিলনী জনসভার আয়োজন করা হয়। স্থানীয় মোরতুজ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখছিলেন নাগরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন। বক্তব্য চলাকালে এলাসিন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে রিফাত, কামরুল সহ ১০/১২ জন মঞ্চস্থলে এসে হামলা চালায়। হামলায় নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন শারীরিকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করলে তারা দ্রুত সভাস্থল ত্যাগ করে। আ’লীগ মনোনয়ন প্রত্যাশী জননেতা তারেক শামস্ খান হিমু বলেন, অদৃশ্য কারো ইঙ্গিতে আমার জনসভা পন্ড করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি। দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক বলেন, জেলা যুবলীগের নিকট ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্যে সুপারিশ করব।