সৈয়দ নাজমুল হক তপনের উপর হামলায় নাগরপুর উপজেলা আ’লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের মুন্সিপাড়ায় গতকাল ৭ই জুলাই’২৩ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভা চলাকালীন সময়ে উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি জননেতা তারেক শামস্ খান হিমু এর সফর সঙ্গী হিসেবে নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন শুভেচ্ছা বক্তব্য শুরু করলে এলাসিন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের কর্মী আনিসুর রহমান এর নেতৃত্বে প্রায় চার-পাঁচজন বহিরাগত সন্ত্রাসী কায়দায় তার ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে আহত করে। নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপনের উপর এই অতর্কিত হামলা করে উক্ত মতবিনিময় সভার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম প্রেস বিজ্ঞপ্তিতে জানান – একটি শান্তিপূর্ণ ঈদ পরবর্তী পুনর্মিলনী মতবিনিময় সভায় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সন্ত্রাসী কায়দায় নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল তপন এর ওপর অতর্কিত হামলা করে আহত করেছে এবং শান্তিপূর্ণ সমাবেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছে, আমি নাগরপুর উপজেলা আ’লীগের পক্ষ হতে এরকম নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আহত সৈয়দ নাজমুল হক তপনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা অতি দ্রুত টাঙ্গাইল জেলা আ’লীগের নির্দেশনায় এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, ইনশাআল্লাহ্। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান- নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপনের উপর এই সন্ত্রাসী হামলার নাগরপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়ামের পরামর্শে জেলা আওয়ামী লীগের নির্দেশনায় খুব দ্রুত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ্।