ব্রাহ্মণবাড়িয়া স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় ওয়ান্টে প্রাপ্ত পলাতক আসামী উপজেলার পৌরসদর মধ্যপাড়ার মৃত আঃ মালেক মিয়ার ছেলে মোঃ আঃ সাত্তার (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার ও নির্যাতনের শিকার স্ত্রী শিল্পি আক্তার কৌশলে ঢাকা থেকে তাকে ধরে নিয়ে এসে গতকাল মঙ্গলবার(১১.৭) নবীনগর থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ সোহেল। তার বিরুদ্ধে যৌতুক আইন/০৩ ধারার মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।
জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের মোস্তফা রহমানের মেয়ে শিল্পি আক্তার এর সাথে মো. সাত্তার মিয়ার ঢাকায় ২০০৮ সালে ৮ই জানুযারীতে বিয়ে হয়। কিছুদিন সংসার করা অবস্থায় সে বিভিন্ন প্রলোভনে ছলছাতুরী করে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে শিল্পি বেগম জানতে পারে তাকে বিয়ে করার আগে আরো ৫টি বিয়ে করে। তিনি তার স্ত্রী’র অধিকার ফিরে পেতে থানায় জিডিসহ স্থানীয় উপজেলা ও ইউপি চেয়ারম্যানের কাছে গেলেও সমাধান পাননি। পরে ঢাকার সি,এম,এম আদালতে ২০২২ সালের মার্চ মাসে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন। শুনানী শেষে ২০২২ সালে ২৩ নভেম্বর সাত্তারের বিরুদ্ধে আদালত ওয়ারেট ইস্যু করে ।
Print [1]