ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে বিয়ের দাওয়াত না দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন মামলা, আটক তিন

বোয়ালমারীতে বিয়ের দাওয়াত না দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন মামলা, আটক তিন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের তিনটি মামলা হয়েছে। তিন মামলায় মোট আসামি ৫৬ জন। এজাহার নামীয় দুই পক্ষের তিন আসামীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন।
সংঘর্ষের ঘটনায় গত ৯ জুলাই হরিহরনগর গ্রামের মো. তারিকুল শেখ (২৪) বাদি হয়ে বোয়ালমারী থানায় মো. সেলিম শেখকে (৪০) প্রধান আসামী করে ১২ জনের নামে মামলা করেন। মামলা নম্বর ১০।
১১ জুলাই হরিহরনগর গ্রামের মো. আবির শেখ (৩৮) বাদি হয়ে হরিহরনগর গ্রামের মো. সেলিম শেখকে (৪০) প্রধান আসামী করে থানায় মামলা করেন। মামলা নম্বর ১১।
গত ১১ জুলাই হরিহরনগর গ্রামের মুকুল মোল্যা (৪২) বাদি হয়ে মুঞ্জুর হোসেন শেখকে (৫৫) প্রধান করে ২০ জনের নামে থানায মামলা করেন। মামলা নম্বর ১২।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলার তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্রসঙ্গগত উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও বিয়ের দাওয়াত না দেওয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়। শনিবার (৮ জুলাই) সকালে
ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাবেক মেম্বর সাহেব আলী এবং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বর মুঞ্জুর হোসেনের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটে।