ভেড়ামারয় মশক নিধন কর্মসূচি উদ্বোধন
হেলাল মজুমদারঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এই স্লোগানকে সামনে রেখে ভেড়ামারা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ভেড়ামারা পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু জানান আপনার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন ডেঙ্গু প্রতিরোধে এলাকার সবাইকে সচেতন করুন। সারাদেশে যেভাবে ডেঙ্গু মশার বিস্তার ঘটেছে তা থেকে রক্ষা পেতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর লাভা যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে তা ধ্বংস করে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল,ভেড়ামারা কৃষি অফিসার সাইখুল ইসলাম, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র টু আসাদুজ্জামান ট্রমা, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সবুজ সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।