ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নতুন জেলা প্রশাসক হিসাবে মো. গোলাম মওলা নওগাঁয় নিয়োগ পেয়েছেন

নতুন জেলা প্রশাসক হিসাবে মো. গোলাম মওলা নওগাঁয় নিয়োগ পেয়েছেন
মোহাম্মদ আককাস আলী : নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে নওগাঁয় নিয়োগ পেয়েছেন মো. গোলাম মওলা। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।
গত ১৩জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে(দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগে)এই আদেশ জারী করা হয়।
 নতুন জেলা প্রশাসক হিসেবে মো. গোলাম মওলাকে জাতীয় কবিতা পরিষদ, নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন অ্যাসোসিয়েশন, জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ প্রেসক্লাবসহ সচেতন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ওইসব সংগঠনের নেতারাসহ সচেতন মহল নতুন নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসককে দালাল চাটুকারদের কথায় না ভিজিয়ে বিচক্ষণতার সঙ্গে জেলার সেবা প্রদানে কাজ করার জন্য অনুরোধ জানান।