ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ইএসডিও রাজশাহীর মাধ্যমে বিনামুল্যে উপকরন পেলেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইএসডিও রাজশাহীর মাধ্যমে বিনামুল্যে উপকরন পেলেন ক্ষুদ্র উদ্যোক্তারা

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরন বিতরণ করেছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সোমবার (১৭ জুলাই) সকাল ১১ টায় ইএসডিও এর রাজশাহীস্থ (উপশহর ২-নং সেক্টর) কার্যালয়ে এই উপকরন বিতরণ করা হয়। উপকরনের মধ্যে ছিল- ডিসপ্লে বোর্ড, গ্লাস সেট (৬ পিস), প্লেট সেট (৬ পিস), চপিং বোর্ড, ফিল্টার, প্লাস্টিক ঢাকনা, হেয়ার নেট, ডাস্টবিন (৫০লিটার), ফাস্ট এইড বক্স, এপ্রোন, ঝুড়ি, ছুরি (ছোট ও বড়), কড়াই, হ্যান্ড গ্লোভস্, পানির জগ। এসময় প্রজেক্ট ম্যানেজার মো: লিটনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী কর্মকর্তা শাকিল আহম্মেদ। সারাদিন ব্যাপি ৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এসকল উপকরন দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইএসডিও। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র ইএসডিও’র এপিসি তাসভীর আহমদ খান, একাউন্ট এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ রাকিব হাসান, মনিটরিং এন্ড ডকুমেন্টসন অফিসার মোঃ আব্দুল মতিন, কারিগরি কর্মকর্তা ফারজানা আক্তার, পরিবেশ কর্মকর্তা রিনা পারভিন সহ অনেকে।