রাজশাহীর পবায় ইএসডিও’র পক্ষ থেকে মর্ডান কিচেন উপকরন বিতরণ
রাজশাহী ব্যুরো: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে বাস্তবায়িত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগীতায় টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ স্ট্রিট ফুড প্রকল্পের আওতায় মোট ২৬ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন, ব্যবস্থাপনা সহায়ক প্রায় ১৮-২০ প্রকারের বিভিন্ন ধরণের উপকরণ বিনামুল্যে বিতরণ করা হয়েছে। উপকরণেন মধ্যে ছিল এ্যাপ্রন, হ্যান্ড গোভস, ডাস্টবিন, কড়াই, সসপেন, শোকেস, ঝুরি, ওয়াটার ফিল্টার, ফুড গ্রেড বক্স ও কন্টেইনার, ব্লেন্ডার, বালতী, জগ, বসার টুল, চপিং বোর্ড, থালা, ছুরি, গামলা, ইত্যাদি বিতরণ করা হয়। উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বায়েজীদ হোসেন ওয়ারেছী, সহকারী পরিচালক, সমাজ সেবা কার্যালয়, রাজশাহী। ইএসডিও’র পক্ষে উপস্থিত ছিলেন মো. লিটন (প্রজেক্ট ম্যানেজার), মোঃ সাইদুল ইসলাম (শাখা ব্যবস্থাপক), মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোঃ আব্দুল মতিন, টেকনিক্যাল অফিসার ফারজানা আক্তার এবং এনভায়রনমেন্ট অফিসার রিনা পারভিন।
Print [1]