ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে পাওনা টাকা চাওযায় মারধর টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারীতে পাওনা টাকা চাওযায় মারধর টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের সদেশ সরকার (২৫) নামের এক যুবক পাওনা টাকা চাওয়ায় তাকে মারধরের ঘটনায় টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে ভিডিওটি পোস্ট দেয়। পোস্ট দেওয়ার পর ওই যুবক বুধবার (১৯ জুলাই) দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সদেশ সরকার পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সরজমিন গিয়ে জানা যায়, সদেশ সরকার একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখকে (২৪) ১৫০ টাকা ধার দেয়। গত সোমবার বিকেল চারটার দিকে বাবুর বাজারে রিয়াজ শেখের নিকট সদেশ সরকারের ধার দেওয়া ১৫০ টাকা চায়। টাকা চাওয়ায় রিয়াজ ক্ষিপ্ত হয়ে বাজারের ভিতরে নুরইসলামের দোকানের সামনে তাকে মারধর করে রিয়াজ। পরে সদেশ টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেয়। ওই ঘটনার সূত্র ধরে বুধবার দিবাগত রাতে নিজ সোয়ার ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। সদেশের পিতা স্বপন সরকার জানান, বুধবার রাতে সদেশের মা প্রতিবেশি নিখিল রঞ্জন বিশ্বাসের বাড়িতে হরিসভা শুনতে যায়। হরিসভা শুনে রাত দেড়টার দিকে বাড়িতে এসে সদেশকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৫০ টাকা পাবে রিয়াজের নিকট, টিকটক ভিডিওতে কয়েকদিন আগে ভিডিওটি পোস্ট দিয়েছে। কি কারনে মারা গেছে সার্বিক দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।