1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে কেএইচ কার্বন ফ্যাক্টরিতে রহস্যজনক আগুন - dailynewsbangla
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুর বিদিরপুরে উৎসবমূখর পরিবেশে শেষ হলো ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভারতে বসে শেখ হাসিনা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে – শাহাজান আলী জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আর কোন সরকার যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে: রাজশাহীতে জোনায়েদ সাকি দৌলতপুরে লাঠির আঘাতে আপেল লস্কর নামে ব্যাবসায়ীর মৃত্যু দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

বোয়ালমারীতে কেএইচ কার্বন ফ্যাক্টরিতে রহস্যজনক আগুন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বোয়ালমারীতে কেএইচ কার্বন ফ্যাক্টরিতে রহস্যজনক আগুন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর এলাকায় অবস্থিত কেএইচ কার্বন ফ্যাক্টরিতে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কেএইচ নামের এই কার্বন ফ্যাক্টরিতে গত শনিবার বিকেলে আগুন দৃশ্যমান হয়। সন্ধ্যা থেকে সোমবার (২৪ জুলাই) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। কারখানার মালিক থানায় অভিযোগ দিয়েছে। তবে কারখানাটিতে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনের কোন ব্যবস্থা নেই। জানা যায়, নোয়াখালীর আওয়ামী লীগ নেতা খন্দকার রুহুল আমিন ২০১৬ সালে জয়নগর মাঠে কেএইচ কার্বন ফ্যাক্টরি গড়ে তোলেন। পরে জয়নগরে অবস্থিত গোল্ডেন কার্বন ফ্যাক্টরির মালিক হিরু মুন্সি মাসে এক লাখ টাকায় কেএইচ ফ্যাক্টরি ভাড়া নেন। শনিবার বিকেল ৪টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে ফরিদপুর ও মধুখালীর আরও দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রন কাজে যোগ দেয়। সোমবার দুপুর পর্যন্ত শেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রনের কাজ চলছিল। কেএইচ কার্বন ফ্যাক্টরির লিজ মালিক হিরু মুন্সি অভিযোগ করেন, কেউ তাঁর ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ নাশকতা। তিনি বলেন, আগের মালিকের ম্যানেজার ও দুইজন নিরাপত্তা কর্মীকে সে চাকরি থেকে ছাটাই করে দেয়। শনিবার তারা ফ্যাক্টরিতে ঢুকে আগুন দিয়ে চলে যায়। তিনি আরও বলেন, শনিবার দুপুরের কোন এক সময় আগুনের সূত্রপাত হয় কিন্তু আগুন দৃশ্যমান হয় বিকেল ৪টা ৫টার দিকে। তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফ্যাক্টরির কোন ইনসুরেন্স করা নেই বলে জানিয়েছেন হিরু মুন্সি। তবে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, মালিক পক্ষ নাশকতার কথা বললেও সেরকম কোন আলামত আমরা এখনও পাইনি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে। তদন্ত ছাড়া কোন কিছু বলা যাবেনা। শনিবার বিকেল ৫টা থেকে কাজ করে যাচ্ছি। সোমবার (২৪ জুলাই) বিকেল পর্যন্ত কাজ করা হবে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আগুন ধরার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সেতো আগে বিএনপি করতো পরে আওয়ামী লীগে যোগ দিয়েছে। ওখানে পরিটিক্যাল কোন ইস্যু থাকতে পারে। তবে ডকুমেন্টারী কোন প্রমান না থাকলে কারও নাম-ধাম দিতে নিষেধ করেছি। তাহলে আরও ঝামেলা বাড়তে পারে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জমান বলেন, কেএইচ কার্বন ফ্যাক্টারীর কোন কাগজপত্র দেখাতে পারেনি। কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ