দশমিনায় প্রাথমিকে ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় সোমবার সকাল ১১ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলার ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, সহকারি শিক্ষা কর্মকর্তা খালেদ হোসেন, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা গন।
খেলা পরিচালনা করেন মোঃ রেজাউল করিম, মেহেদী হাসান ও ইসমাইল।
আগামী ২৬,২৭ জুলাই উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।