দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩০ জুলাই, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নিচে পদ্মা নদী থেকে পরিচয় বিহীন এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গেঞ্জি ও প্যান্ট পরা এক ব্যক্তির লাশ পদ্মা নদীতে ভাসতে দেখে নদীপাড়ের লোকজন দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পদ্মা নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশটি উদ্ধার করে ডাঙ্গায় তোলে।
লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাশটি নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Print [1]