ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত টিকিট কাউন্টার উদ্বোধন

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত টিকিট কাউন্টার উদ্বোধন/

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে সেবা গ্রহণকারী জনসাধারণের সুবিধার্থে র্যাম্প সিঁড়ির নিচ থেকে স্থানান্তরিত করে নতুন টিকিট কাউন্টার নির্মাণ করা। রোববার (৩০ জুলাই) নবনির্মিত টিকিট কাউন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম নাহিদ আল রাকিব। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন টিকিট কাউন্টারটি ইউ.এইচ.এফ.পি.ও মহোদয়ের নিজস্ব উদ্যোগে পুরাতন দ্রব্যাদি পুনঃব্যবহারের সাথে কিছু নতুন মালামালের সংযোগে সম্পূর্ণ স্থানীয় ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে।