দৌলতপুরে সন্ত্রাসী হামলায় মহিরউদ্দীন ফকির আহত
খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী মাহাবুর মন্ডল বাহিনীর হামলায় কৃষক মহিরউদ্দীন ফকির রক্তাক্ত গুরুতর আহত হয়েছে।
২ আগস্ট বুধবার রাত ১ টার সময় মহিরউদ্দীন ফকিরের গরু চুরিতে বাঁধা দেওয়ায় পরিকল্পিত ভাবে চিহ্নিত সন্ত্রাসী মাহাবুব মন্ডলের নির্দেশে একই আমদানি ঘাট এলাকার মৃত নবি মন্ডলের ছেলে মনির মন্ডল, মজনু মন্ডল, রুপচান মন্ডলের ছেলে আলি মন্ডল,পারভেজ মন্ডল, মৃত করিম মন্ডলের ছেলে মোজাম্মেল মন্ডল,মৃত নছের শেখ এর ছেলে আওয়াল শেখ, মৃত আশরাফ মোল্লার ছেলে ইউনুস, নুরী মন্ডলের ছেলে আলমগীর মন্ডল, সালাউদ্দীন মন্ডল,আজগর মন্ডলের ছেলে হাসান মন্ডল, মাহাবুব মন্ডলের ছেলে রুবেল মন্ডল, মৃত দিনু মন্ডলের ছেলে কাদের মন্ডল, সামাদ শেখের ছেলে আকবার মন্ডল সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতী, হকিইস্ট্রিক, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে হামলা চালায়।
এসময় হামলায় চিলমারী পশু হাট এলাকার মৃত আসকর ফকিরের ছেলে কৃষক মহিরউদ্দীন ফকির কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে মারধর সহ রক্তাক্ত জখম করে। জনতার হাতে মাহাবুব মন্ডল,আলমগীর মন্ডল,সালাউদ্দিন মন্ডল,কাদের মন্ডল আটক হয়, এবং বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং স্থানীয়রা আহত মহিরউদ্দীন ফকির কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পেরন করেন।
হামলার বিষয়ে আহত কৃষক মহিরউদ্দীন ফকির সাংবাদিকদের কাছে জানান, গতবুধবার রাতে আমার বাড়িতে মাবাবুব মন্ডল তার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার গরু চুরি করতে আসলে আমি বাধা দিলে মাহাবুব মন্ডল বাহিনীর দ্বারা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। এ সময় আমার আমার একটি গরু নিয়ে যায় নিয়ে যায়। আমি এ বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও মাহাবুব মন্ডল, সালাউদ্দীন মন্ডল মাদক ব্যবসার সাথে সংপৃক্ত ও চিহ্নিত সন্ত্রাসী। আমি এই বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপরোক্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৪ জন আটক করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে বাকিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।