ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বদলগাছীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন

বদলগাছীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর বদলগাছীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন।
৩১ জুলাই ওছমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্যাটাগরীতে ডা. নাজমুল হক এর হাতে পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রশাসনের সর্বোচ্চ রাষ্টীয় পদক পাওয়ায় ডা. নাজুল হককে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
 বদলগাছীতে গবাদীপশুর জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র চালু করে চিকিৎসা দেওয়ায় ব্যাপক আলোচিত হয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক। দেশের মধ্যে এই প্রথম নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারর হাসপাতালে গবাদিপশুর সার্বক্ষণিক বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা সেবা প্রদান কেন্দ্র।
এই কেন্দ্র থেকে সপ্তাহের সাতদিনই যে কোনো সময় যে কেউ এসে গবাদি পশুর যেকোন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। নিজ উদ্যোগে এই কেন্দ্র চালুর পর থেকে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো, নাজমুল হক। তাঁর এই ব্যক্তিগত অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ পেলেন এই কর্মকর্তা।