ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩ , আজকের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

দশমিনায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন

দশমিনায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রশাসনের আয়োজনে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মসজিদে দোয়া ও মুনাজাত, মন্দিরে বিষেশ প্রার্থনার আয়োজন করা হয়।
 আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) ওয়াসিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতুব্বর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
আলেচনা সভায় বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন শেখ কামাল এর জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতি চারন করেন।