ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির মতবিনিময় সভা

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির মতবিনিময় সভা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এবং বি কে ডি এ,ঢাকা কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইকল্পে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষা প্রতিবছরের ন্যায় ধারাবাহিকভাবে এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাই এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণকল্পে বৃত্তি পরীক্ষার সিলেবাস এবং রেজিস্ট্রেশন ফরম বিতরণকল্পে আজ ৭ আগস্ট’২৩ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ে কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময়ে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষার সিলেবাস এবং রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত ফরম উপস্থিত সকল সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণকল্পে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সিনিয়র সহ-সভাপতি যদুনাথ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আরেফিনা আক্তার মিতালী, কোষাধক্ষ্য লিটল স্টার কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আজিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সূর্য আইডিয়াল স্কুল,বনগ্রাম শাখার প্রধান শিক্ষক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক প্রভাতী মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক শরিফুল মোল্লা মানিক সহ সমিতির সদস্যভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দ।