ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা

বোয়ালমারীকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

বুধবার ৯ আগস্ট সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২হাজার ১০১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।

এ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলার ৪১৪ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৩৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে।

বুধবার ৪র্থ পর্যায়ে আরও ৭০টি ঘর ও ২ শতাংশ জমি দানের মাধ্যমে ‘ক’ শ্রেণির ৪১৪ জন ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হলো।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন কবির, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোশারেফ হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলারা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপকার ভোগী ইনছুর শেখ, তেলজুড়ী গ্রামের বাসিন্দা ভুলো খাতুন, স্বপ্না বেগমসহ আরও অনেকে।

এর আগে উপজেলাটিকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করায়, পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রারি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়।