দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত দুই
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেল ৪ টায় কোপা কোপি করে দুই চাচাতো ভাই আহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নিজাবাদ গ্রামের কালু প্যাদার ছেলে সাইফুল(৩০) এবং আবদুল মান্নান প্যাদার ছেলে নুরে আলম(৫০)।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেল তিনটায় সাইফুল বাড়ির পুকুরের পারে তাল গাছের ডেউগা(তালপাতা) নিয়া বাড়ি গেলে ঐ তাল পাতা নেয়াকে কেন্দ্র করে মোঃ নুর হোসেন এর সাথে বাকবিতণ্ডা তৈরি হয়। বাকবিতন্ডার এক পর্যায় নুর হোসেন ঘর থেকে বাংলা দ্যা এনে সাইফুলকে ঘরে ডুকে এলোপাথারি কোপায়। তাহাতে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্হানীয় ও আত্নীয়স্বজনরা এনে দশমিনা হাসপাতালে ভর্তি করে। এবং নুরে আলম দশমিনা হাসপাতালে ভর্তি হয়।
বর্তমানে সাইফুল ও নুরে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য রত চিকিৎসক ডাঃ সাদিয়া খায়ের এর চিকিৎসাধীন আছে।
আহত সাইফুল বলেন আমি প্রায় সময় নুরে আলমের তাল গাছের পাকাতাল এনে তাদের দেই ও আমি নেই। আজ বিকেলে একটি শুকনো ডেউগা(তালপাতা) পুকুরে পরলে আমি বাড়িতে নিয়ে আসি। এই কারনে নুরে আলম ক্ষিপ্ত হয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করে এলোপাতাড়ি কোপায় আমি দৌড়ে পালাতে গেলে সেখানে গিয়াও কোপায়। পরে আমি গুরুতর অসুস্থ হয়ে পরলে আত্নীয়স্বজন ও স্থানীয় লোক জন দশমিনা হাসপাতালে ভর্তি করেন।
আহত নুরে আলম বলেন আমার সাথে পূর্ব তেকে জমি নিয়ে বিরোধ। আমি কোপাইনি। সাইফুল আমাকে কোপাইছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন ঘটনার বিষয় জানানেই অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন ঘটনার বিষয় শুনে উপপুলিশ পরিদর্শক (এসআই) মনির হোসেন কে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Print [1]