
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান–খাদ্যমন্ত্রী
মোহাম্মদ আককাস আলী :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। জিয়া খুনিদের কাউকে এমপি,কাউকে মন্ত্রী আবার কাউকে বিদেশে রাষ্ট্রদূত বানিয়েছিলেন। মন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি দলের নেতার নেতৃত্বে যিনি পরবর্তীতে সেনা প্রধান হন,একটি রাজনৈতিক দলও করেন।ইনডেমিনিটির মাধ্যমে হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা।স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেয় ,পুরস্কৃত করে। খাদ্যমন্ত্রী বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সাবলম্বি করেছে। অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আজ আলোকিত। তারা আর পিছিয়ে নেই,উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত তারা।এসময় তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে এক হওয়ার আহবান জানান এবং শেখ হাসিনার সরকারকে সমর্থন দেওয়ারও আহবান জানান।
মঙ্গলবার বিকালে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে ত্রিশূল সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ত্রিশূলের সভাপতি প্রকৌশলী তৃণা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়ামতপুরের উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ ,থানা অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ঈশ্বর চন্দ্র বর্মণ প্রমুখ।
Print [1]