নওগাঁয় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, ১০ হাজার টাকা অর্থদণ্ড
মোহাম্মদ আককাস আলী :নওগাঁ শহরের তুলাপট্টি মার্কেটে দুই দোকান থেকে একাশি পিচ অবৈধ প্রায় তিন লক্ষ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় জড়িত দুই দোকানের মালিককে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বাইজিদ আলম বলেন আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শহরের তুলাপট্টি মার্কেটের বিসমিল্লাহ বেডিং ও মিজান বেডিং নামের দুটি দোকানে অভিযান চালিয়ে একাশিটি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয় এবং প্রত্যেক দোকান মালিককে ৫০০০টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়। সবাইকে সচেতন হয়ে নিয়মমাফিক মাছ আহরণ করার প্রতি তিনি আহবান জানান। পরে সদর উপজেলা পরিষদ মাঠে জব্দ করা অবৈধ চায়না দুয়ারী জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
Print [1]