ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দশমিনায় গাছের চারা বিতরণ উদ্ধোধন 

দশমিনায় গাছের চারা বিতরণ উদ্ধোধন 
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় শনিবার সকাল ১১ টায় পরিষদ অডিটোরিয়াম হলরুমে বনজ ও ফলজ ৭ হাজার গাছের চারা বিতরণের শুভ উদ্ধোধন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ওয়াশিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আজাদুল কবির, জেলা পরিষদ সদস্য গাজী মিজান, রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল,  সহ উপকূলীয় উপকারভোগী গন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের  উপহার ৭ হাজার গাছের চারা(ফলজ ও বনজ) বিতরনের শুভ উদ্ধোধন করা হয়। তিনি আরো বলেন বাংলাদেশ সরকারে উন্নয়নমূল কাজের একটি বড় অংশ গাছের চারা রোপন। আপনারা যাহারা গাছের চারা পেয়েছেন রোপ করে যথাযথ পরিচর্যা করবেন।গাছই আমাদের উপকারি বন্ধু।