কুষ্টিয়ায় জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়ায় জিকে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে স্থানীদের দেয়া সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া পশ্চিম ক্যানাল পাড়া এলাকার জিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয় । ভাসমান থাকা অবস্থায় তার পরনে কোন পোশাক ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহে শরীরে আঘাতে চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কি উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা উদঘাটনের জন্য কাজ শুরু করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।